Wednesday, September 21, 2016

Successful Freelancer From Barisal, Bangladesh. Rajdip Roy.

I singed my first contract with #sun_and_sky_entertainment .
This is a very great success to me.
The person who is behind in my success is Saifuddin Ahammad Shamim (my mentor/boss/গুরু)
He inspire me all the time.
Thank you sir for your inspiration, and keep inspiring us.
And also thnx to my team members Sumon Eshanraj Najmul Hoque
We make you and Barisal proud.�
Rajdip Roy's photo.Rajdip Roy's photo.


Rajdip Roy's photo.Rajdip Roy's photo.




Robby Noman : Upwork Winner. Starting Project - $ 300. Alhamdulillah. 

শেষ ভাল যার সব ভাল তার https://www.facebook.com/images/emoji.php/v6/f4c/1/16/1f642.png:)

২০১৬ এর শেষটা সেই হইছে https://www.facebook.com/images/emoji.php/v6/f4c/1/16/1f642.png:)
অতঃপর আমার upwork id টা * feedback পাইল।
প্রায় অনেক দিন চেষ্টার পর আজকে কপাল খুলছে।
তাই যারা কাজ পান নাই তাদের বলি হতাশ হইয়েন না। লাইগা থাকেন ইনশাআল্লাহ কাজ পাবেন।
শামিম ভাই সব সময় বকা দিতো। কাজ পাই না তাই https://www.facebook.com/images/emoji.php/v6/fcb/1/16/1f641.png:(
কিন্তু এখন আর পারবে না আল্লাহ এর রহমতে আর সবার দুয়াতে আজকে সকাল ১ম কাজ পাইলাম।
আর শামিম ভাইরে thnx. https://www.facebook.com/images/emoji.php/v6/f4c/1/16/1f642.png:)


 Barisal Outsourcing - A Proud Member Of.



বরিশালের বুকের যেসব ফ্রিলান্সার এখন প্রথমে শুরু করেছিল হাটি হাটি পা পা করে, আর আজ তারা সফলতার স্বাদ উপভোগ করে :)

আমরা গল্প শুনব সেই সব সফল ফ্রিলান্সারদের, যারা নিজেদের যোগ্যতায়, পরিবেশ, পরিস্থিতিকে সফলভাবে কাজে লাগিয়ে বরিশালে বসেই "বরিশাল আউটসোঁরসিং" এর লিডিং এ আজকে শুধু দেশে না, বরং আমাদের সিমানার বাইরের রাজ্য জয়ের অভিযান পরিচালনা করেছে এই সবুজের মায়া ভরা মাঠের ধার  থেকেই।

১। Rajdip Roy --- https://www.facebook.com/rajdip.roy.7771
২। H.M. Rubel --  https://www.facebook.com/H.m.Rubel57
৩। Sahin Khan --  https://www.facebook.com/sahin.khan.376


Rajdip Roy - Upwork.com  Boss. :)
রাজদিপ রয় - বরিশাল বি, এম, কলেজের অনার্সের স্টুডেন্ট। নাইস ডিজাইনার । আর মানুষ তো চমৎকার অবশ্যই। নিজের যোগ্যতায় আর আমাদের সহযোগিতায় আমেরিকান ক্লায়েন্ট দিয়ে আপওয়ার্কে যাত্রা শুরু। আর তাও আবার "লাভ থিম উইথ ইউর ফ্যামিলি" এই থিমের উপরে টি-শার্ট ডিজাইনের প্রজেক্টে। ক্লায়েন্ট এর মধ্যেই ডিজাইন কনসেপ্ট এর প্রশংসা করেছে। আমরা আশা করছি যে, সে তার অনার্স পরিক্ষা শেষ করেই পুরোপুরি ঝাপ দেবে বিশ্ব জয়ের প্রতিযোগিতায়
... ইন-শা-আল্লহ। 



H. M. Rubel  - Freelancer.com  Boss. :)
নিজের যোগ্যতা, নিজের ক্রিয়েটিভিটিকে পুজি করে আর আমাদের কন্সেপচুয়াল হেল্পকে কাজে লাগিয়ে সে ফ্রিলান্সার ডট কম এর মত নামকরা  বিশ্বখ্যাত ফ্রিলান্সিং সাইটে ফাইভ স্টার রাঙ্কিং এর ফ্রিলান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে। সে তার চমৎকার লোগো কনসেপ্ট দিয়ে জয়ের অভিযান চালিয়েছে ফ্Saরিলান্সার ডট কম এ। আমরা আশাবাদী, সে খুব ভাল করবে আরও, ইন-শা-আল্লহ :) 

Sahin Khan ... Pichchi Boss :)
পিচ্চি মানুষ, কিন্ত কাজের ক্ষেত্রে সিরিয়াস। ভাল লাগে ওকে। আরও ভাল লাগে যে, এই বয়সে সে একটা পুরো সংসারের দায়িত্ব কাধে নিয়েছে এবং সে তাঁতে ভিত নয়। আলহামদুলিল্লাহ। কম্পিউটারের হাত অনেক ফাস্ট। ও কাজের ক্ষেত্রে আপওয়ার্কে একটা জোস অ্যাকশন চালিয়েছে, যেটা অনেক বড় বড় ফ্রিলান্সার রাও পারে নি। মাত্র ১৫ দিনে, কোন প্রকার প্রতিষ্ঠানিক আউটসোঁরসিং, ফ্রিলান্সিং এর ট্রেনিং ছারা এবং শিক্ষাগত যোগ্যতা খুব উচুমাপের না থাকার পরেও মাত্র ১৫ দিনে সে ৭ টা জব কমপ্লিট করেছে ফাইভ স্টার রেটিং নিয়ে। আমরা এই পিচ্চির ব্যাপক উত্থান আশা করি, ইন-শা-আল্লহ। :)
...এন্ড...
...

কামিং মোর ... সুন ...ফ্রম বরিশাল... ইন-শা-আল্লহ।
...
এন্ড ইউ ?? :)